সুশান্ত সিং রাজপুত। গত কয়েকদিনে যেভাবে তাঁকে নিয়ে চর্চা হচ্ছে এটা যদি গত দুই বছরে হত তাহলে হয়তো বেঁচে যেতে পারত একটা প্রাণ। একের এর এক হিট ফিল্মের নায়ক, দুরন্ত প্রতিভা- কিন্তু, গত ২ বছর ধরে মারাত্মকভাবে একাকিত্বে ভুগছিলেন। বন্ধু ছিল, বান্ধবী ছিল, বিয়ের প্রস্তুতিও চলছিল। কিন্তু, কোথাও যেন জীবনের তারটা কেটে গিয়েছিল সুশান্তের। এক আউটসাইডারকে বলিউডের তীব্র বঞ্চনা মনে মনে শেষ করে দিচ্ছিল তাঁকে। সৎভাবে, নিজের বুদ্ধিমত্তা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভালোভাবে জীবনকে সাজাতে চেয়েছিলেন সুশান্ত। পাটনা শহরে বড় হলেও পূর্ণিয়ার মফস্বলের সঙ্গে ছিল গভীর যোগ। কারণ, জীবনে বড় হওয়ার মানে যে শিঁকড়কে ভুলে যাওয়া তা হয়তো করে উঠতে পারেননি সুশান্ত। জীবনে চলার পথে আমরা অনেকেই ভুল করি। কিন্তু, ভুল ছাড়া মানুষ নিজেকে কীভাবে নিখুত করবে। সুশান্তের চলার পথেও কিছু ভুল হয়েছিল। কিন্তু, সেইসব ভুলের মাশুলকে যদি তাঁকে মানসিকভাবে শেষ করে দেওয়ার মতো ষড়যন্ত্রের ঘটনা ঘটে তাহলে তো লঘু পাপে গুরুদণ্ডের মতো বিষয় হয়ে যায়। তবু সুশান্ত চেষ্টা করছিলেন জীবনের মানেটা নতুন করে খুঁজতে। আর সেই কারণে তৈরি করেছিলেন ৫০ ইচ্ছের একটা তালিকা। যা বছর দুয়েক আগে টুইটারে পোস্ট করেছিলেন সুশান্ত। সেই ৫০ ইচ্ছের মধ্যে অনেককিছুই তিনি গত ২ বছরে পূরণ করতে পেরেছিলেন। কী ছিল সেই সব ইচ্ছে। দেখুন এই ভিডিও-তে।