আবারও সব তাক লাগানো পোশাক পরে হাজির উরফি। বিনোদন দুনিয়ায় উরফি জাভেদ এখন এক পরিচিত নাম। কখনও তাঁকে দেখা যাচ্ছে সাঁতারের পোশাকে মাথায় ফুল গুঁজতে। কখনও আবার দেখা যাচ্ছে সবুজ দড়ি দেওয়া এক উন্মুক্ত পোশাকে। অদ্ভূত সব খোলামেলা পোশাকেই আবারও নজর কাড়লেন উরফি।
আবারও সব তাক লাগানো পোশাক পরে হাজির উরফি (Urrfi Javed)। বিনোদন দুনিয়ায় উরফি জাভেদ এখন এক পরিচিত নাম। কখনও তাঁকে দেখা যাচ্ছে সাঁতারের (swiming)পোশাকে মাথায় ফুল গুঁজতে। কখনও আবার দেখা যাচ্ছে সবুজ দড়ি দেওয়া এক উন্মুক্ত পোশাকে। অদ্ভূত সব খোলামেলা পোশাকেই আবারও নজর কাড়লেন উরফি। কিছুদিন আগেও তাঁকে দেখা গিয়েছিল এক অদ্ভূত পোশাকে। গলা থেকে ঝুলছে একাধিক চেন, আর সেই চেনে ঢাকা শরীরের ওপর অংশ, ব্যাকলেস সেই পোশাকে নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ভিডিও শেয়ার করেছিলেন উরফি। প্রসঙ্গত, 'বিগ বস' তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে । 'বিগ বস' নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্যর কারণেই তিনি সংবাদের শিরোনামে উঠে আসেন। তাঁর মন্তব্য নিয়ে রীতিমত তোলপাড় হয় নেট দুনিয়া। সেই উরফিকে দেখা গেল এবার খোলামেলা পোশাকে। খোলামেলা সাঁতারের পোশাকের ফাঁক দিয়ে উঁকি মারছে স্তনের একাংশ। উন্মুক্ত পোশাকে নেট দুনিয়ায় ঝড় তুললেন উরফি।