সব সময় হাসিখুশি থাকতে দেখা যায় রশ্মিকা মন্দনা-কে। হাসি যেন তাঁর মুখ থেকে কখনও সরে না। রশ্মিকা নিজেই জানালেন সব সময় কী করে হাসিখুশি থাকেন তিনি। হাতে জলের গ্লাস নিয়ে এক মজার ভিডিও শেয়ার করলেন তিনি।
নানান পোশাকে হামেশাই ক্যামেরায় ধরা দেন উরফি। অদ্ভূত সব পোশাকে সকলের নজর কাড়েন উরফি। অধিকাংশ সময়েই তাঁকে দেখা যায় ব্যকলেস পোশাকে। কখনও আবার বক্ষযুগল ঢাকতে দেখা যায় বেল্ট দিয়ে। কখনও আবার একটা কাপড়ের টুকরো দিয়ে নিজেকে ঢাকেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ছবি দিয়ে নিজেকে ঢাকতে।এবার তবে শাড়ি পরে দেখা গেল তাঁকে। এবার তবে শাড়িতে ক্যামেরায় ধরা দিলেন উরফি। শাড়ি পরে হট থেকে সুপার হট লুকে দেখা গেল উরফিকে। হালকা রঙের শাড়িতে বেশ মানিয়েছে তাঁকে। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজে দেখা গিয়েছে তাঁকে। হালকা নীল রঙের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ। ব্লাউজ বাঁধা রয়েছে শুধু ফিতে দিয়ে। এমনই পোশাকে এবার নজর কাড়লেন তিনি। এর আগেও শাড়ি পরে দেখা গিয়েছে তাঁকে। তাঁর এই নতুন ভিডিওয় ইতিমধ্যেই ১ লক্ষরও বেশি লাইক রয়েছে, সেই সঙ্গেই কমেন্টও রয়েছে।