অদ্ভূত ফ্যাশনের জন্যই উরফি এখন নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। সাহসী পোশাক পরতেই পছন্দ করেন উরফি। তাঁর পোশাকের জন্য বিতর্কেও জড়িয়েছেন তিনি। বিতর্ক উপেক্ষা করেই বারবার অদ্ভূত পোশাকে সামনে এসেছেন। সম্প্রতি কালো বিকিনি পরে ফুল পাড়তে দেখা গিয়েছে তাঁকে।
অদ্ভূত ফ্যাশনের জন্যই উরফি (Urfi Javeed) এখন নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। সাহসী পোশাক (attractive dress) পরতেই পছন্দ করেন উরফি। তাঁর পোশাকের জন্য বিতর্কেও জড়িয়েছেন তিনি। বিতর্ক উপেক্ষা করেই বারবার অদ্ভূত পোশাকে সামনে এসেছেন। সম্প্রতি কালো বিকিনি পরে ফুল তুলতে দেখা গিয়েছে তাঁকে। ফুল তুলে তা মাথায় গুঁজেছেন উরফি। উরফির এই ফুল তোলা নিয়েও অনেকে অনেক কথাই বলেছেন তাঁকে। তাঁর সেই ভিডিও রাতারাতি ভআইরাল হয়ে যায়। এর কিছুদিন আগে মাল্টি কালারের বিকিনিতে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর এই ভিডিওতে এমনই অনেকে লিখেছেন, তিনি এই সবটাই করেন জনপ্রিয়তা পাওয়ার জন্য। তবে এর আগেও বহুনার বিকিনিতে ঝড় তুলেছেন এই হট বলি তারকা। তবে বলি তারকাদের হামেশাই দেখা যায় বিকিনিতে। এতে নতুনত্ব কিছু না থাকলেও উরফি বিকিনির পাশাপাশি তাঁর পোশাকেও নজর কাড়েন নেটাগরিকদের। তাঁর পোশাকে সব সময়েই নতুনত্ব খুঁজেপান সকলে।