মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন সনু সুদ। সারাদিনে ফোনের জালায় পাগল প্রায় সনু সুদের সহকর্মী। সোশ্যাল মিডিয়ায় এই নিয়েই একটি ভিডিও শেয়ার করলেন সনু। অন্যদিকে করোনা কালে অক্সিজেনের মাত্রা বৃদ্ধির পদ্ধতি দেখাচ্ছেন মন্দিরা বেদি। নিজেই শরীরচর্চার মধ্যে দিয়ে দেখিয়ে দিলেন সবাইকে। এবার দেখা নেওয়া যাক করোনা নিয়ে কী জানাচ্ছেন মাধুরী দীক্ষিত। করোনা কালে বাড়িতে বসে কী করবেন জানালেন তিনি। অন্যদিকে নিজের আদরের পোষ্যকে নিয়ে ব্যস্ত দিশা পাটানি। স্নেহ এবং ভালোবাসার চুম্বনে ভরালেন তাঁর আদরের কিটিকে। এবার দেখা নেওয়া যাক করোনা নিয়ে কী জানাচ্ছেন মাধুরী দীক্ষিত। করোনা কালে বাড়িতে বসে কী করবেন জানালেন তিনি।