ছাগলদের সঙ্গে সময় কাটচ্ছেন অক্ষয় কুমার। অভিনেতার ভিডিও এই মুহূর্তে ঘোরাফেরা করছে নেট দুনিয়ায়। তাঁকে দেখা গিয়েছে ছাগলদের খাওয়াতে। আগেও তাঁকে দেখা গিয়েছে তাঁর পোষ্যকে আদরে ভরাতে।
সোশ্যাল মিডিয়ার হাত ধরে টলি থেকে শুরু করে বলি তারকাদের নানান ভিডিও উঠে আসে। এখন রিলের জামানায় তারকাদের নানান মজার মজার রিল সোশ্য়াল মিডিয়ায় দেখা যায়। অক্ষয় কুমারেরও নানান রিল সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে। আবারও তেমনই এক রিল এই মুহূর্তে নেটাগরিকদের নজরকেড়েছে। কম বেশি সব তারকাদের বাড়িতেই রয়েছে পোষ্য। তারকাদের অনেক সময়েই দেখা যায় তাদের সঙ্গে সময় কাটাতে। এবার ছাগলদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল অক্ষয় কুমারকে। তাঁকে ঘিরে রয়েছে একাধিক ছাগল। আর সেই ছাগলদেরই নিজে হাতে খাওয়াতে দেখা গিয়েছে অভিনেতাকে। অভিনেতার এই ভিডিও মুহূর্তে ঘোরাফেরা করছে নেট দুনিয়ায়। আগেও তাঁকে দেখা গিয়েছে তাঁর পোষ্যকে আদরে ভরাতে। কখনও আবার দেখা গিয়েছে তাঁকে গরুর সঙ্গে। এবার অভিনেতাকে দেখা গেল ছাগলদের মধ্যে। তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।