দিশা পাটানির ফিগারের তারিফ করেন অনেকেই। স্লিম ফিগারে শরীরে তাঁর মেদের চিহ্ন মাত্র নেই। কখনও সুইমিং কসটিউমে নজর কাড়েন জলের নীচে। কখনও আবার তাঁকে দেখা যায় শরীর চর্চা করতে। সব মিলিয়ে তিনি যে নিজেকে ফিট রাখতে যথেষ্ট দৈহিক কসরত তা তাঁকে দেখলে বেশ বোঝা যায়। এবার তাঁকেই দেখা গেল রীতিমতন স্টান্ট করতে। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই পোস্ট করেন এই ভিডিও। তাঁর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।