আবারও অদ্ভূত এক পোশাকে সামনে এলেন উরফি। এবার সেফটিপিনের তৈরি পোশাকে দেখা গেল তাঁকে। সেফটিপিনের তৈরি পোশাকের নীচে স্পষ্ট তাঁর অন্তর্বাস।
বলিউডে উরফি এখন বেশ জনপ্রিয় নাম। নানান সাজে ক্যামেরায় ধরা দেন উরফি। অবাক করা সাজে অধিকাংশ সময়েই দেখা যায় তাঁকে। কখনও তাঁকে দেখা যায় ছবি দিয়ে নিজেকে ঢাকতে। কখনও বিকিনি পরে তাঁকে দেখা যায় ফুল পাড়তে। তাঁর এমন পোশাকের জন্য সমালোচনার মখেও পড়তে হয় তাঁকে। আবারও অদ্ভূত এক পোশাকে সামনে এলেন উরফি। এবার সেফটিপিনের তৈরি পোশাকে দেখা গেল তাঁকে। সেফটিপিনের তৈরি পোশাকের নীচে স্পষ্ট তাঁর অন্তর্বাস। অন্তর্বাসের ওপরেই তিনি পরেছেন এই পোশাক। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই ভাইরাল ভিডিও। প্রসঙ্গত, নানান পোশাকে হামেশাই ক্যামেরায় ধরা দেন উরফি। অদ্ভূত সব পোশাকে সকলের নজর কাড়েন উরফি। এবার তবে শাড়িতে ক্যামেরায় ধরা দিলেন উরফি। শাড়ি পরে হট থেকে সুপার হট লুকে দেখা গেল উরফিকে। হালকা রঙের শাড়িতে বেশ মানিয়েছে তাঁকে। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজে দেখা গিয়েছে তাঁকে।