বলিউডে উরফি এখন বেশ জনপ্রিয় নাম। নানান সাজে ক্যামেরায় ধরা দেন উরফি। কখনও তাঁকে দেখা যায় ছবি দিয়ে নিজেকে ঢাকতে। কখনও বিকিনি পরে তাঁকে দেখা যায় ফুল পাড়তে। এবার আবারও এক অবাক কান্ড করতে দেখা গেল উরফিকে। একটা বেল্ট দিয়ে এবার নিজেকে ঢাকতে দেখা গেল তাঁকে।
বলিউডে উরফি এখন বেশ জনপ্রিয় নাম। নানান সাজে ক্যামেরায় ধরা দেন উরফি। অবাক করা সাজে অধিকাংশ সময়েই দেখা যায় তাঁকে। কখনও তাঁকে দেখা যায় ছবি দিয়ে নিজেকে ঢাকতে। কখনও বিকিনি পরে তাঁকে দেখা যায় ফুল পাড়তে। তাঁর এমন পোশাকের জন্য সমালোচনার মখেও পড়তে হয় তাঁকে। এবার আবারও এক অবাক কান্ড করতে দেখা গেল উরফিকে। একটা বেল্ট দিয়ে এবার নিজেকে ঢাকতে দেখা গেল তাঁকে। কালো ব্রা-এর সঙ্গে নীচে মানানসই প্যান্ট। হঠাৎই প্রকাশ্যে সেই ব্রা খুলে ফেলে দিলেন উরফি। তারপরেই নিজের স্তন ঢাকতে পরে নিলেন বেল্ট। এমন ভিডিও প্রকাশ্যে আসতে না আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওটি পোস্ট হওয়ার ৯ ঘন্টার মধ্যেই ভিডিওটিতে ৭২ হাজারেরও বেশি লাইক। কমেন্টে অনেকেই তাঁর পোশাকের তারিফ করেছেন। অনেকেই কমেন্ট করেছেন তাঁকে অসাধারণ দেখাচ্ছে বলেও। সব মিলিয়ে তিনি যে তাঁর এই পোশাকের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তা তাঁর পোস্টে মানুষের প্রতিক্রিয়া দেখালেই বেশ বোঝা যায়।