সোশ্য়াল মিডিয়ার দৌলতে এখন রিলের রমরমা। ভারতে রিল ভিডিও-কে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন উরফি জাভেদ। হিন্দি টেলিভিশন জগতের এই তারকা এখন সারাক্ষণই সকলের চর্চায়। উরফি-র সাহসী ফ্যাশন লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
চেন না লাগানো বুক চেরা এক গোলাপি জ্যাকেট। সোজা গ্রিবা থেকে নাভি পর্যন্ত নেমে এসেছে তা। আর জ্যাকেটের দুই দিকের আবরণ দিয়ে ঢাকা স্তন। অন্তর্বাসহীন এমন পোশাকেই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন উরফি জাভেদ। সোশ্য়াল মিডিয়ার দৌলতে এখন রিলের রমরমা। রিল মানে রিল ভিডিও। আর রিল ভিডিও-র দুনিয়ায় কুছ ভি চলতা হ্যায়। সেলেব হোক বা যে কেউ- রিল ভিডিওর মজায় এখন মজে আট থেকে আশি। তবে, ভারতে রিল ভিডিও-কে এখন অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন উরফি জাভেদ। হিন্দি টেলিভিশন জগতের এই তারকা এখন সারাক্ষণই সকলের চর্চায়। উরফি-র সাহসী ফ্যাশন লুক গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলের নজর টানছে। এতটা সাহসী হওয়ার রসদ কোথায় থেকে পান উরফি! একবার এক সাক্ষাৎকারে উরফি জানিয়েছিলেন বাড়িতে যথেষ্টই অত্যাচারের শিকার হতে হয়েছিল তাঁকে এবং তাঁর বোনকে। নাবালককালেই একদিন বোনকে নিয়ে বাড়ি ছেড়ে নাকি বেরিয়ে এসেছিলেন। এরপর থেকে বিভিন্ন পেশার সঙ্গে নিজেকে যুক্ত করে নিজের এবং বোনের পড়াশোনা ও বাড়ি ভাড়ার অর্থ জোগার করেছিলেন। যার ফলে ছোট থেকেই যে কোনও কাজেই তিনি স্বচ্ছন্দ বলে জানিয়েছিলেন উরফি। জীবনের সংগ্রাম নাকি উরফি-কে সাহসী হতে শিখিয়েছে। আর তাঁর সেই সাহসের প্রকাশ ঘটে তাঁর বিভিন্ন ফ্যাশনের মধ্যে দিয়ে। নিজেকে এবং বোনকে উন্নততর এক জীবনে নিয়ে যেতে বদ্ধ পরিকর উরফি। তাঁর মতে, অভিনয় জগত হল এক গ্ল্যামারের জগত। সুতরাং এখানে অভিনয় জানাটা যেমন একটা দক্ষতার মধ্যে পড়ে, তেমনি নিজেকে ফ্যাশনের ঝলকে সকলের মনে স্থান করে নেওয়াটাও অন্যতম একটা দক্ষতা বলে বিবেচিত হয় বলেই মনে করেন উরফি। সম্প্রতি উরফি চর্চায় এসেছিলেন বিগ বস রিয়্যালিটি শো-এর মধ্যে দিয়ে। সেখানেও তিনি সলমন খানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তাঁর চাঁচাছোলা মন্তব্যের জন্য। পরে বিগ বস-এর বাড়ি থেকে বেরিয়ে তাঁর এলিমিনেশনের জন্য সলমন খান-এর দিকে আঙুল তুলেছিলেন উরফি। এরপর থেকে আরও বেশি করে মিডিয়ার ক্যামেরার রাডারে চলে আসেন উরফি। তাঁর বিভিন্ন সি থ্রু পোশাক তাঁকে এই মুহূর্তে ইন্টারনেট দুনিয়ার সেনশনে পরিণত করেছে। আর উরফিও তেমনি- শারীর জুড়ে পোশাক যেন নকসার আবরণে মুড়তে ভালোবাসেন। আর সেই সব পোশাক পরে চলে ফোটো সেশন। ফর্সা-গোলাপী রঙ উরফি সৌন্দর্যের যে চাবিকাঠি তা তিনি ভালোই জানেন। আর এর সঙ্গে পোশাকের আবরণে এমন করে স্তন থেকে নাভি এবং থাইকে সৌন্দর্যের আবেশে মিশিয়ে আনেন তাতে যে কোনও শিল্পী হয়তো তুলি-ক্যানভ্যাস নিয়ে বসে যেতেই পারেন। উরফি এমন সৌন্দর্যের মেলা চলতে থাকুক। আর আপনারা দেখতে থাকুন এশিয়ানেট নিউজ বাংলা।