ভারত থেকে প্রতিদিন প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশ যায়। আবার দেড়শো পণ্যবাহী ট্রাক ভারতে ঢোকে ওপার থেকে। তবে ওপার বাংলার করোনার গ্রাফ এখন ক্রমাগত ঊর্ধ্বমুখী। তাই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে।
ভারত থেকে প্রতিদিন প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশ যায়। আবার দেড়শো পণ্যবাহী ট্রাক ভারতে ঢোকে ওপার থেকে। তবে ওপার বাংলার করোনার গ্রাফ এখন ক্রমাগত ঊর্ধ্বমুখী। তাই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে তৎপর থাকতে হচ্ছে প্রশাসনকে। থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপা হচ্ছে প্রতিটি ট্রাকের সদস্যদের। সঙ্গে সুরক্ষার কারণে মাস্ক ও স্যানিটাইজারও দেওয়া হচ্ছে প্রত্যেককে। তাপমাত্রা বেশি হলে চালক-খালাসির জন্য থাকছে সেফহোম। এই কাজে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবককে নিয়োগ করা হয়েছে।