প্রতিনিয়ত চিন্তা বাড়াচ্ছে করোনা। করোনার গ্রাসে প্রতিদিন বহু মানুষের মৃত্যু হচ্ছে। এরই মাঝে এখন আশার আলো দেখাচ্ছে ২ডিজি। করোনা আক্রান্তদের কথা ভেবে বাজারে আসতে চলেছে করোনার আরও এক ওষুধ। ২ ডি-অক্সি ডি-গ্লুকোজ বা সংক্ষেপে ২ডিজি এই ওষুধে খুব সহজেই করোনা রোগীরা সুস্থ হয়ে উঠবেন বলে আশ্বাস দিচ্ছে আইএনএমএএস। খুব শীঘ্রই শুরু হতে পারে করোনার এই ওষুধের ব্যবহার। জানা গিয়েছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে এই ওষুধের ট্রায়েলও, যাতে আশানুরূপ ফলও মিলিছে। তবে জরুরি ভিত্তিতেই ব্যবহার হবে এই ওষুধ।