স্কুলের প্রধান করণিক করোনা পজিটিভ। স্কুল চলাকালীন তিনি হাতে পান সেই রিপোর্ট। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে। ঘটনাটি ঘটেছে মালদহের এনায়েতপুর হাইস্কুলে। চিকিৎসার জন্য পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, ক'দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে সোয়াব টেস্ট করান। সেই রিপোর্টই হাতে আসে বুধবার সকালে।
প্রায় দেড় বছর পর খুলেছে রাজ্য়ের স্কুল। তারই মাঝে ফের অঘটন মালদহের এনায়েতপুর হাইস্কুলে । রাজ্যে অন্যান্য স্কুলের সঙ্গে এই স্কুলেও গত কয়েকদিন ধরে শুরু হয়েছে স্বাভাবিক পঠন-মালদহের পাঠন। সংখ্যায় কম হলেও স্কুলে আসছে ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে খানিকটা অসুস্থ ছিলেন এই স্কুলের প্রধান করণিক। গতকাল তিনি সোয়াব টেস্ট করান। এরপর বুধবারেও এসেছিলেন স্কুলে। অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্মও শুরু করেন তিনি। এরইমধ্যে সকাল এগারোটা নাগাদ মোবাইলে মেসেজের মাধ্যমে করোনা রিপোর্ট পজেটিভ বলে জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে পাঠানো হয় চিকিৎসার জন্য হাসপাতালে। পাশাপাশি তাঁর সঙ্গে একই গাড়িতে যেসব শিক্ষক-শিক্ষিকা স্কুলে আসেন তাঁদেরকেও তৎক্ষণাৎ বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও আরও যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদেরকেও আলাদা করে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্কুল স্যানিটাইজেশন করার উদ্যোগ নেওয়া হয়।