এবার রাজ্যগুলিকে বিনামূল্যে টিকা দিতে চলেছে কেন্দ্র। ১৮ বছরের ঊর্ধ্বে বিনামূল্যে টিকাকরণের ঘোষণা মোদীর। করোনা টিকার ডোজ প্রতি সার্ভিস চার্জ লাগবে মাথাপিছু ১৫০ টাকা। দেশের ২৩ কোটি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে, জানালেন মোদী। বিদেশী করোনা টিকারও ট্রায়াল চলছে দেশে। নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার ঘোষণা মোদী -র। শিশুদের টিকাকরণের জন্যও ট্রায়াল শুরু হয়েছে ইতিমধ্যেই। নেসাল ভ্যাক্সিনেরও ট্রায়াল শুরু হয়েছে দেশে। রাজ্যসরকারের হাতে যে ২৫ শতাংশ কাজ ছিল তাও এবার কেন্দ্র সরকার করবে। মানুষকে বিভ্রান্ত না করার আবদেনও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।