প্রথম ডোজের পর এবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি এমস -এ তাঁর টিকাকরণ হয় তাঁর। তাঁকে টিকা দেওয়ার অভিজ্ঞতা জানালেন দুই নার্স। প্রধানমন্ত্রীকে টিকা দিয়ে গর্ব বোধ হচ্ছে, জানালেন তাঁরা। প্রথমবারের পর দ্বিতীয়বার টিকা করণের অভিরজ্ঞতা জানালেন দিল্লি এমসের নার্স পি নিবেদিতা। প্রধানমন্ত্রীর সঙ্গে কথপকথনও হয়েছে তাঁদের। টিকাকরণের পর চলেছে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনও। এটা একটা স্মরণীয় মুহূর্ত, জানালেন নার্স নিশা।