দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে যুবক-যুবতীরা বেশি করোনা আক্রান্ত হচ্ছে। তাদের কথা ভেবেই দেশে ১৮ উর্দ্ধদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে মে মাসের ১ তারিখ থেকে। টিকা নিতে গিয়ে এবার এক অবাক করা কান্ড। টিকা নিতে গিয়ে ভয়েই অস্থির যুবতী। ইঞ্জেকসনে তাঁর মারাত্মক ভয়। ভয়ের চটে মায়ের নাম করে চিৎকার যুবতী -র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন তাঁর ভিডিও।