করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছেলের। সেই একই ঘরে পড়ে থাকলেন প্যারালাইজড মা। এমনই মর্মান্তিক ছবি দেখা গেল ঠাকুরপুকুর -এর চন্দ্রপল্লীতে। ৭ ঘন্টা মৃত ছেলের সঙ্গে একই ঘরে ছিলেন বৃদ্ধা। পরে প্রথমে বৃদ্ধাকে উদ্ধার করে এমআরবাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারও প্রায় দু'ঘণ্টা পর উদ্ধার হয় বৃদ্ধার ছেলের মৃতদেহ। সূত্রের খবর, ছেলে কমল দে ও তাঁর মা এক সঙ্গেই থাকতেনন ওই বাড়িতে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হন কমল বাবু এবং তাঁর মা। সোমবার থেকে তাঁদের আর দেখা যায়নি। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে দেখে কমল দে -এর মৃতদেহ -র পাশেই শুয়ে রয়েছেন তাঁর প্যারালাইজড মা।