কলকাতা মেডিক্যাল কলেজে কার্নিশে করোনা রোগী। গ্রিন বিল্ডিংয়ের চারতলার কার্নিশে উঠে পড়েন করোনা রোগী। ভোর রাতে হাসপাতালের জানলা গলে পালানোর চেষ্টা করেন তিনি। প্রায় দেড় ঘণ্টা কার্নিশেই থাকেন রোগী। এই ঘটনায় হাসপাতাল চত্ত্বরে হুলুস্থূল পড়ে যায়। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী আসে ঘটনাস্থলে। পরে পিপিই কিট পরে এসে রোগীকে উদ্ধার করা হয় ।