আবারও করোনা রোগীর দেহ বাড়িতেই পড়ে রইল। এবার ঘটনাটি ঘটেছে বেহালা বৈশালী পার্ক এলাকায়। ১৪ ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হল না দেহ। ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। রবিবার রাতে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে পরিবারের দাবি। পরে দীর্ঘক্ষণ কেটে গেলেও উদ্ধার হয়নি দেহ। প্রসঙ্গত, বছর পঞ্চাশের প্রবীর চট্টোপাধ্যায় হারনিয়া হয়। হারনিয়ার জন্য ডাক্তার দেখাতে গেলে তাঁর করোনা ধরা পড়া, তার জন্যই হাসপাতাল থেকে অপরেশন না করেই ফিরিয়ে দেওয়া হয়। রবিবার হারনিয়া বাস্ট করেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি।