প্রতিদিনই করোনা আক্রান্তের দেহ বাড়িতেই পড়ে থাকার ঘটনা প্রকাশ্যে আসছে। এবার আরও একবার তেমই ঘটনা প্রকাশ্যে। এবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের এফসিআই মোড় সংলগ্ন এলাকায়। করোনা আক্রান্তের মৃতদেহ বাড়িতেই পড়ে থাকল প্রায় আট ঘন্টা। ঘটনার জেরে বাড়ির লোকজন থেকে প্রতিবেশী সকলের মধ্যেই আতঙ্ক ছড়ায়। প্রায় আট ঘন্টা পর পুর প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। এই ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।