আংশিক লকডাউন চলছে রাজ্যজুড়ে। সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত বাজার খোলা থাকার অনুমতি রয়েছে। সেই অনুমতি না মেনেই দোকান খুলেছিল এক ব্যবসায়ী। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানায় জনতা হাটের ঘটনা। ওই ব্যক্তির মুখে মাস্কও ছিলনা বলে অভিযোগ। তাঁকে দোকান বন্ধ করতে বললেও সে দোকান বন্ধ না করে খুলেই রেখেছিল। তাতেই কড়া পদক্ষেপ নেয় চাকুলিয়া থানায় পুলিশ। পুলিশ ওই ব্যবসায়ীকে প্রথমে মারধর করে। পরে তাঁকে থানায় ধরে নিয়ে যায়।