কোভিড ১৯-এ আক্রান্ত মালদহের জেলাশাসক রাজর্ষী মিত্র। ৩১ ডিসেম্বর রাতে নিউ ইয়ার পার্টিতেও অংশ নিয়েছিলেন তিনি। ১ তারিখ থেকেই জ্বর ও সর্দিতে কাবু হয়ে পড়েন জেলাশাসক। ২ তারিখ কোভিড ১৯-এর উপসর্গ দেখা দিতেই করোনা পরীক্ষা।
দেশে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার জেরে আবারও কড়াকড়ি পথে রাজ্য। একের পর এক মানুষের করোনা আক্রান্তের খবর সামনে আসছে। বড়দিন আর নিউ ইয়ারের পরই বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কোভিড ১৯-এ আক্রান্ত মালদহের জেলাশাসক রাজর্ষী মিত্র। ৩১ ডিসেম্বর রাতে নিউ ইয়ার পার্টিতেও অংশ নিয়েছিলেন তিনি। ১ তারিখ থেকেই জ্বর ও সর্দিতে কাবু হয়ে পড়েন জেলাশাসক। ২ তারিখ কোভিড ১৯-এর উপসর্গ দেখা দিতেই করোনা পরীক্ষা। রাতেই জানা যায় যে জেলাশাসক কোভিড ১৯-এ আক্রান্ত। ফেসবুকে এই মুহূর্তে ভাইরাল জেলাশাসকের গান গাওয়ার ভিডিও। ৩১ ডিসেম্বর রাতে নিউ ইয়ার পার্টিতে গান গেয়েছিলেন তিনি। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন দেবজিৎ বসু বলে জনৈক। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। জেলাশাসকের সঙ্গে সঙ্গে এডিএম-জেনারেলও করোনা আক্রান্ত।