এবার বাজার বন্ধ হতে চলেছে ব্যারাকপুরে। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত। সপ্তাহে ৩ দিন খোলা থাকবে বাজার, ৪ দিন বন্ধ থাকবে। ব্যারাকপুরের ২ বাজার বন্ধ থাকবে ৪দিন।
এবার বাজার বন্ধ হতে চলেছে ব্যারাকপুরে। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত। সপ্তাহে ৩ দিন খোলা থাকবে বাজার, ৪ দিন বন্ধ থাকবে। ব্যারাকপুরের ২ বাজার বন্ধ থাকবে ৪দিন। নোনা চন্দনপুকুর বাজার, তালপুকুর বাজার বন্ধ থাকবে। সোম, বুধ এবং শুক্রবার বাজার খোলা থাকবে সেখানে। প্রসঙ্গত, করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে সারা দেশ জুড়ে। তার সঙ্গেই জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা ভয়াবহ রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনিকভাবে বাজার দোকান সব সোম বুধ শুক্র বার এই তিন দিন বাজার দোকান খোলা থাকবে বাকি চার দিন থাকবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এমার্জেন্সি দোকান যেমন ওষুধের দোকান, দুধ দেয় এইগুলি খোলা থাকবে 7 দিন ই।এই পরিস্থিতিতে ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর বাজার এবং তালপুকুর বাজারে ব্যবসায়ীরা এই নির্দেশ মেনে নিয়েছে কিন্তু রবিবারের বাজারে বন্ধ থাকায় কিছুটা অসুবিধায় পড়তে হবে তাদের । অনেক টাই ব্যবসায় ক্ষতি হলেও সকলের স্বার্থে তারা মেনে নেওয়ার কথাই জানিয়েছেন।