করোনা রুখতে ব্যারাকপুরে ৪ দিন বন্ধ বাজার, খোলা থাকবে ৩ দিন

এবার বাজার বন্ধ হতে চলেছে ব্যারাকপুরে। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত। সপ্তাহে ৩ দিন খোলা থাকবে বাজার, ৪ দিন বন্ধ থাকবে। ব্যারাকপুরের ২ বাজার বন্ধ থাকবে ৪দিন।

এবার বাজার বন্ধ হতে চলেছে ব্যারাকপুরে। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত। সপ্তাহে ৩ দিন খোলা থাকবে বাজার, ৪ দিন বন্ধ থাকবে। ব্যারাকপুরের ২ বাজার বন্ধ থাকবে ৪দিন। নোনা চন্দনপুকুর বাজার, তালপুকুর বাজার বন্ধ থাকবে। সোম, বুধ এবং শুক্রবার বাজার খোলা থাকবে সেখানে। প্রসঙ্গত, করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে সারা দেশ জুড়ে। তার সঙ্গেই জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা ভয়াবহ রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনিকভাবে বাজার দোকান সব   সোম বুধ শুক্র বার এই তিন দিন  বাজার দোকান খোলা থাকবে বাকি চার দিন থাকবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এমার্জেন্সি দোকান যেমন ওষুধের দোকান,  দুধ দেয় এইগুলি খোলা থাকবে 7 দিন ই।এই পরিস্থিতিতে ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর বাজার এবং তালপুকুর বাজারে ব্যবসায়ীরা এই নির্দেশ মেনে নিয়েছে কিন্তু  রবিবারের বাজারে বন্ধ থাকায় কিছুটা অসুবিধায় পড়তে হবে তাদের । অনেক টাই ব্যবসায় ক্ষতি  হলেও সকলের স্বার্থে তারা মেনে নেওয়ার কথাই জানিয়েছেন।

03:28Bidhannagar News: লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো, চাঞ্চল্য বিধাননগরে02:26North 24 Parganas News Today: বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা বারাসাতে05:50Bangaon : বাবা নয় পাষণ্ড! ধর্ষক সৎ বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে আদালতেই হুমকির মুখে মেয়ে! বিচারক দিলেন বড় নির্দেশ05:46Suvendu Adhikari News Today: ফিরহাদ-সিদ্দিকুল্লার আসল মতলব ফাঁস করলেন শুভেন্দু! দেখুন09:03Suvendu Adhikari : বাংলাদেশ বানাবে? ফিরহাদের পর সিদ্দিকুল্লা! বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু09:03Weather Update Today : এবার পড়বে হাড়কাঁপানো ঠাণ্ডা! কবে থেকে? জানাল আলিপুর হাওয়া অফিস05:32‘বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের বোঝাতে হবে’ শুভেন্দুর চরম হুঁশিয়ারি ইউনূসকে02:37এ কী ভয়ানক দৃশ্য! ঘর ভেঙে ঢুকে গেল আস্ত গাড়ি, আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী04:29'মাননীয়া আপনি তো পশ্চিমবঙ্গকে ভাগার বানিয়ে ফেলেছেন' মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে যা বললেন সুকান্ত03:14China HMPV Virus : ফের হবে লকডাউন? চিনে দাপিয়ে বেড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস! আতঙ্ক ভারতেও? দেখুন