করোনা আবহে চিকিৎসকদের পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছেন নার্সরা। ভয়কে জয় করেই লড়াই চলছে তাঁদের। সেই নার্সদের সম্মান জানাতেই নার্স দিবসে বিশেষ উদ্যোগ। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জের মিক্কি মেঘা কোভিড হাসপাতালে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল -এর জন্মদিন উপলক্ষে নার্স দিবস হিসাবে পালিত হয় দিনটি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল -এর ছবিতে মাল্যদান করা হয় সেখানে।