করোনা আক্রান্তদের কথা ভেবে এবার অক্সিজেন পার্লার। এটিই কলকাতার প্রথম অক্সিজেন পার্লার। ফিরহাদ হাকিমের হাত ধরে অক্সিজেন পার্লারটির উদ্বোধন হয়। করোনা আক্রান্তরা তাদের প্রয়োজন মত অক্সিজেন পাবে এখান থেকে। উত্তীর্ণ স্টেডিয়ামে এই অক্সিজেন পার্লারটি তৈরি হয়েছে। সেখানে থাকছে ১৫০ টি অক্সিজেন কনসেনট্রেটারও।