করোনা সংক্রমণ রুখতে রাজ্যে শুরু হয়েছে কড়াকড়ি। একাধিক জায়গায় বন্ধ হয়ে যায় মেলা। মুর্শিদাবাদে শিকেয় উঠেছে কোভিড বিধি, চলছে মেলা। এমনই ছবি এবার ধরা পড়ল এশিয়ানেটের ক্যামেরায়।
করোনা সংক্রমণ রুখতে রাজ্যে শুরু হয়েছে কড়াকড়ি। একাধিক জায়গায় বন্ধ হয়ে যায় মেলা। মুর্শিদাবাদে শিকেয় উঠেছে কোভিড বিধি, চলছে মেলা। এমনই ছবি এবার ধরা পড়ল এশিয়ানেটের ক্যামেরায়। কারোর মুখে আছে মাস্ক, কাউ আবার মাস্ক ছাড়াই ঘুরছেন। মুর্শিদাবাদের লালগোলায় চলছে এই মেলা। অনেকে এই মেলা নিয়ে ক্ষোভ দেখিয়েছেন। সেখানে মেলা বন্ধেরও দাবি জানিয়েছেন অনেকেই। দুধের শিশু কোলে নিয়ে বাড়ির গৃহবধূ থেকে শুরু করে কাতারে কাতারে মানুষজন এসে ভিড় জমাচ্ছেন। আরোও কয়েক দিন ব্যাপী চলবে এই মেলা। সন্ধ্যেতে ভীড় উপচে পড়ছে। তিল ধারণের জায়গা থাকছে না। ভয়ানক পরিস্থিতি মুর্শিদাবাদের সীমান্ত শহর লালগোলা জুড়ে। এশিয়ানেট নিউজ বাংলার ফ্রেমবন্দী সেই মুহূর্ত। যেকোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে নিয়ন্ত্রণ। গোষ্ঠী সংক্রমণ শীর্ষে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। নির্বিকার প্রশাসন। ক্ষোভে ফেটে পড়েছেন সচেতন নাগরিকরা। কাতর আবেদন জানাচ্ছেন দ্রুত পদক্ষেপ করে মেলা বন্ধ করার জন্য এশিয়ানেট নিউজ বাংলার সামনে।