প্রত্যন্ত গ্রামে নেই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা। সেখানে নেই হাসপাতালে রোগী পৌঁছনোর কোন সুব্যবস্থাও। আর সেখানেই তীব্র গরমের মধ্যে দিন-রাত পরিষেবা দিয়ে চলেছেন দুই টোটো চালক। পিপিই কিট পরে করোনা রোগীদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন দুই টোটো চালক। এমনই ছবি দেখা গেল পুরুলিয়ায়। সমর কান্তি কর্মকার এবং আব্দুল রফিক, এই দুই টোটো চালক এখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন।