গোটা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ঘরে বসেই করে নিতে পারেন এই করোনা পরীক্ষা। করোনা পরীক্ষার কিট কিনে এনে বাড়িতে বসেই এখন করা যায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। ওষুধের দোকান থেকে কিনে নিতে পারেন র্যাপিড অ্যান্টিজেন কিট।
গোটা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ঘরে বসেই করে নিতে পারেন এই করোনা পরীক্ষা। করোনা পরীক্ষার কিট কিনে এনে বাড়িতে বসেই এখন করা যায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। ওষুধের দোকান থেকে কিনে নিতে পারেন র্যাপিড অ্যান্টিজেন কিট। হাত জীবাণুমুক্ত করে ব্যবহার করুন এই কিট। এই কিটের মধ্যেই থাকে ব্যবহারের পদ্ধতি। অবশ্যই ভালো করে দেখে নিন সেই পদ্ধতি। সাধারণত এতে একটি তরল পূর্ণ টিউব, একটি নমুনা সংগ্রহের কাঠি, পরীক্ষার কার্ড ও আবর্জনা ফেলার ব্যাগ থাকে। নমুনা সংগ্রহের কাঠি দিয়ে নাক থেকে নমুনা সংগ্রহ করে তা তরলের টিউবটির মধ্যে ভরে দিন। টিউবে চাপ দিয়ে নমুনা সহ দুই ফোঁটা তরল পরীক্ষার কার্ডের নির্দিষ্ট ছিদ্রে ফেলুন। ঘড়ি ধরে ১৫ মিনিটের মাথায় দেখুন কার্ডে কটি দাগ। সি ও টি দুটি দাগ দেখা গেলে বুঝতে হবে কোভিড আক্রান্ত। নিশ্চিত হতে তবে একবার আরটি পিসিআর পরীক্ষা করিয়া নেওয়া ভালো।