করোনা থেকে বাঁচতে মাস্ক-ই একমাত্র ভরসা। তবে এই মাস্ক পরার আগে মাথায় রাখতে হবে কিছু জিনিস। কখন মাস্ক পরবেন আর কখন পরবেন না। এক নজরে দেখেনিন মাস্ক সংক্রান্ত বিস্তারিত তথ্য। করোনা থেকে বাঁচতে ত্রিস্তরীয় মাস্ক ব্যবহার অত্যন্ত প্রয়োজন। শারীরিক অসুস্থতা থাকলে বা বয়স ৬০ উর্দ্ধে হলে মেডিক্যাল মাস্ক ব্যবহার আবশ্যক। সব সময়েই নাক ও মুখ চাপা দিয়ে মাস্ক পরুন, না হলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা থেকই যায়। ৫ বছর বা তার থেকে ছোটদের মাস্ক না পরলেও চলবে তবে ১২ বছরের ওপরে শিশুদের মাস্ক পরা বাধ্যতামূলক।
শরীরচর্চা এবং প্রাতঃভ্রমণের সময় মাস্ক একেবারেই চলবে না। সেই সময় মাস্ক পরলে দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মাথা ঘোরার সমস্যা, বমি ভাব এমনকি ব্রেন স্ট্রোকও হতে পারে।