অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আজ সোমবার টালিগঞ্জ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস এবং কালচারাল কনফেডারেশনের সদস্যরা তথা বিজেপি মনোভাবাপন্ন কলাকুশলীরা মিছিল করলেন। বিকেল ৪টেয় টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তি থেকে দাসানি স্টুডিও পর্যন্ত এই মিছিল চলে। এদিন অগ্নিমিত্রা পাল বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের কথা মতো চললে তবেই শিল্পীরা কাজ পাচ্ছেন, টাকা পাচ্ছেন। বাকিরা পাচ্ছেন না। এই দুর্নীতি দিনের পর দিন ধরে চলে আসছে। এটা আমি বলছি না। সবাই বলছে।
যদিও কিছুদিন আগে অগ্নিমিত্রা জানিয়েছিলেন, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস এবং কালচারাল কনফেডারেশন কোনও রাজনৈতিক দল নয়। বিজেপি শুধু এটি এনডোর্স করছে। স্টুডিও পাড়ার যেকোনও সমস্যা নিয়েই এই সংগঠন কাজ করবে বলে জানিয়েছিলেন তিনি।