জমে উঠেছে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সবার মনেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। দীপার স্বভাব সব সময়েই মুগ্ধ করে সূর্যকে। পর্দার বাইরে দীপা এবং সুর্যর সম্পর্ক ধরা পড়ল ক্যামেরায়।
জমে উঠেছে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সবার মনেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। দীপার স্বভাব সব সময়েই মুগ্ধ করে সূর্যকে। আর এই দীপা এবং সূর্যর সম্পর্ক নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিক। সেই সঙ্গেই একের পর এক নতুন মোড় নিচ্ছে এই ধারাবাহিক। পর্দার বাইরে দীপা এবং সুর্যর সম্পর্ক ধরা পড়ল ক্যামেরায়। পর্দার বাইরেও চুটিয়ে রোমান্স করতে দেখা গেল দু'জনকে। তবে সবটাই রিল ভিডিওর জন্যই করেছেন দু'জনে। ইতিমধ্যেই এই রিল নজর কেড়েছে দীপা-সূর্যর ভক্তদের। প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অনুরাগের ছোঁয়া। দু'মাস যেতে না যেতেই সবার মন ছুঁয়ে গিয়েছে এই ধারাবাহিক। রোম্যান্টিক গল্প নিয়েই এই ধারাবাহিক। প্রেমের গল্পের মাঝেই রয়েছে নানান চমক। একেবারে অন্য ধাঁচের যে এই সিরিয়াল তা বলাই বাহুল্য। এবার এই ধারাবাহিকেরই মুখ্য দুই চরিত্র দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষকে দেখা গেল রোমান্স করতে।