সলমন খান মানেই বিগ বস, গত ১২ বছর ধরে এই সুপারহিট শো সঞ্চালনা করে চলেছেন সল্লুভাই। বিগ বস ১৩তেও থাকছেন তিনি। এই সেলিব্রিটি শোয়ের প্রিমিয়ার হতে চলেছে ২৯ সেপ্টেম্বর। তার আগে মুম্বই মেট্রো কারশেডে হাজির হলেন সুপারস্টার। বিগ বস সেলিব্রিটি এক্সপ্রেসে করে সলমন নামতেই উচ্ছাসে উদ্বেল হয়ে উঠল তার ফ্যানেরা। খোশ মেজাজেই ছিলেন দাবাং হিরো। ভাংরা নাচতেও দেখা গেল তাকে।