আলিয়ার সঙ্গে এতটাই মিল যে খবরের শিরোনামে চলে এসেছেন অভিনেত্রীর ফোটোকপি, তবে শুধু ফোটোকপি নয়, একাধিক ভিডিওতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা, দুরন্ত গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে আলিয়ার হামসকলের ছবি।
'ফটোকপি' তো অনেকেই হন, কিন্তু এ তো অবিকল আলিয়া, বলিউড অভিনেত্রী তথা কাপুর পরিবারের হবু বউমার হামসকলের ছবিতেই মজেছেন নেটিজেনরা। আলিয়ার সঙ্গে এতটাই মিল যে খবরের শিরোনামে চলে এসেছেন অভিনেত্রীর ফোটোকপি, তবে শুধু ফোটোকপি নয়, একাধিক ভিডিওতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা, দুরন্ত গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে আলিয়ার হামসকলের ছবি। বলি তারকাদের হামসকল-এর ছবি নিয়ে বারবারই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া, সলমন -ঐশ্বর্য,শাহরুখের তালিকায় চলে এসেছে সইফ আলি খান ও করিনা কাপুরের একরত্তি তৈমুর আলি খান-ও, এবার পালা আলিয়ার। মুখ থেকে চুলের স্টাইল, মুখের ডিম্পল সবেতেই যেন আলিয়ার সঙ্গে হুবহু মিল সেলেস্টি-র, অসমের তরুণী সেলেস্টি বৈরাগীকে দেখে চোখ সরাতে পারছেন না আলিয়ার ভক্তরা। নায়িকার সঙ্গে এতটা মিল খুঁজে পেয়ে হতবাক হয়েছেন নেটিজেনরা, সেলেস্টির ইনস্টাগ্রাম দেখে চোখ কপালে নেটিজেনদের, বিভিন্ন গানের সঙ্গে প্রতিটি লুকেই আলিয়াকে মনে করছেন ভক্তরা, যা দেখে স্বভাবতই চেনা দায় ইনি আলিয়া না সেলেস্টি। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি লাইমলাইটে উঠে এসেছেন অসমের তরুণী সেলেস্টি বৈরাগী, বলি তারকাদের হামসকল যে রয়েছে তা অনেকেই বিশ্বাস করেন এবং তাদের সঙ্গে সম্পর্ক না থাকলে কোথাও না কোথাও এই হামসকল থেকেই যান, মাঝেমধ্যেই তারকাদের হামসকলদের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় দৌলতে এই লুক-অ্যা-লাইককে খুঁজে বার করা সহজ হয়ে গিয়েছে, অসমের এই মেয়ে আলিয়ার হামসকলের নামটিও একটু হটকে, সেলেস্টি যার নামের অর্থ স্বর্গীয়। আলিয়ার সঙ্গে এতটাই মিল যে সকলেই সেলেস্টি-র ফ্যানও হয়ে গেছে রাতারাতি, তড়তড়িয়ে বেড়ে চলছে তার ফ্যান-ফলোয়ারের সংখ্যা, ইতিমধ্যেই যা আকাশছোঁয়া, শেয়ার, লাইক, কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার সেলেস্টি-র পেজ। ভাইরাল কন্যে সেলেস্টি-ই এখন নেটদুনিয়ার হটকেক, আলিয়াকে কি দেখেছেন তার হামসকলকে, এই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা, যদিও এর কোনও উত্তর পাওয়া যায়নি।