প্রতি বছর ২ নভেম্বর বাদশা মহল 'মন্নত' -এর সামনের ছবিটা থাকে একই। অগুন্তি ভক্তদের ভিড় জমে ওই দিন সেখানে। কিং খানের জন্মদিনে তাঁকে একবার শুভেচ্ছা বার্তা দিতে দেশ বিদেশ থেকে মানুষের ঢল নামে সেখানে। তাঁর ফ্যানেরা জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি তাঁকে একবার দেখার জন্য ভিড় জমায় সেখানে। প্রতি বছর তিনি নিয়ম করেই তাঁর ভক্তদের দেখা দেন। তবে এবছর করোনার কারণে ছবিটা একেবারেই আলাদা। এবার বাদশা ভার্চুয়ালি দেখা দেবেন তাঁর ভক্তদের। তবে তাঁর জন্মদিন উপলক্ষে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঝড় উঠেছে। তবে এই ভার্চুলায় পার্টিতেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিচ্ছেন প্রায় ৫০০০ ভক্ত। এ থেকে বেশ বোঝা যায় শাহরুখ খানের প্রতি তাঁর ভক্তদের প্রেম কতটা। করোনার বাধা কাটিয়েই উদযাপম হতে চলেছে তাঁর জন্মদিন।