জন্মদিনের বিশেষ উপলক্ষ্যে নতুন গান প্রকাশ ইমন চক্রবর্তীর, সারেগামার সাথে তার এই গান 'আইগিরি নন্দিনী' প্রকাশ করেছেন |
জন্মদিনের বিশেষ উপলক্ষ্যে নতুন গান প্রকাশ ইমন চক্রবর্তীর | কলকাতার সোল-দ্য স্কাই লাউঞ্জ-এ কেকও কাটেন ইমন | সারেগামার সাথে তার এই গান 'আইগিরি নন্দিনী' প্রকাশ করেছেন | গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুর করেছেন গায়িকার স্বামী নীলাঞ্জন ঘোষ | শুধু গানেই নয় নৃত্যে এবং চোখ ধাঁধানো অভিনয়ে মন কেড়েছে অনুরাগীদের | গানটিতে নারীর ক্ষমতায়নের ধারণা তুলে ধরা হয়েছে | ইমন চক্রবর্তী তার নতুন গান সম্পর্কে উৎফুল্লের সাথে জানিয়েছেন , 'আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আইগিরি নন্দিনী আমার জন্মদিনে সারেগামার বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। নীলাঞ্জন এবং আমি অনেক যত্ন নিয়ে এই গানটি তৈরি করেছি এবং সৈকত গানটি লিখেছেন। এটি একটি আগোমনি গান যা নারীর ক্ষমতায়নের ধারণাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।'