মার্ভেল আর তৈরি করবেন না স্পাইডার ম্যান
চুক্তির শর্ত মানতে নারাজ সোনি
অর্থমূল্য বৃদ্ধি করার প্রস্তাবও খারিজ
খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা বেজায় দুঃখ প্রকাশ করেন
মার্ভেল এবার ইতি টানল স্পাইডার ম্যান ছবিতে। তাদের পক্ষ থেকে আর তৈরি করা হবে না এই কমিকস। জনপ্রিয় এই সুপারম্যানকে নিয়ে দর্শকদের মনে কৌতুহল বরাবরই ছিল। সুপারম্যানদের নিয়ে তৈরি ছবিগুলির মধ্যে স্পাইডার ম্যান সব থেকে বেশি ব্যবসাও করেছিল। কিন্তু বর্তমানে ভক্তদের জন্য রইল এই দুঃসংবাদ।
মার্ভেলের তরফ থেকে জানানো হয়েছে তারা আর স্পাইডার ম্যান বানাবে না। এই ছবির খাতে বাজেট বাড়াতে চেয়েও ব্যার্থ হতে হয়, কারণ নির্দিষ্ট কিছু শর্ত মানতে নারাজ ছিল সোনি। ফলেই এই চুক্তি ভেঙে যায়।