অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্রের প্রচার শুরু হয়েছে, চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলির সাথে নাগার্জুন ও রণবীর কাপুর প্রচারের জন্য এলেন চেন্নাইয়ে
অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্রের ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে | রণবীর, নাগার্জুন ও এসএস রাজামৌলি চেন্নাইয়ে এলেন ছবির প্রচারে | চেন্নাইয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় | ইভেন্টে এসে তারা চেন্নাইয়ের খাবার ও খান | এর পর টিম ব্রহ্মাস্ত্র ফটো সেশনের জন্য বেরিয়েছিলেন | অমিতাভ বচ্চনকে এদিন থাকার কথা ছিল | কিন্তু কোভিড -১৯ এর জন্য তিনি অনুপস্থিত ছিলেন