'তুমি আমার সেই ছোট্ট বেবি', ভাই-এর জন্মদিনে আবেগঘন পোস্ট শ্রেয়া ঘোষালের

এক দুর্লভ ভিডিও প্রকাশ্যে আনলেন শ্রেয়া ঘোষাল। আর সেই ভিডিও পোস্টকে ঘিরে এখন কমেন্টের বন্যা শ্রেয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওটি আসলে শ্রেয়া ঘোষালের ছেলে দেবায়ণের অন্নপ্রাশনে। যেখানে শ্রেয়ার ছেলেকে বাঙালি রীতি মেনে মামাভাত করাচ্ছেন ভাই সৌম্যদীপ। 

এক দুর্লভ ভিডিও প্রকাশ্যে আনলেন শ্রেয়া ঘোষাল। আর সেই ভিডিও পোস্টকে ঘিরে এখন কমেন্টের বন্যা শ্রেয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওটি আসলে শ্রেয়া ঘোষালের ছেলে দেবায়ণের অন্নপ্রাশনে। যেখানে শ্রেয়ার ছেলেকে বাঙালি রীতি মেনে মামাভাত করাচ্ছেন ভাই সৌম্যদীপ। আসলে শ্রেয়া তাঁর ছেলে দেবায়ণের অন্নপ্রাশনের এই ভিডিওটি শেয়ার করেছেন কারণ ভাই সৌম্যদীপের জন্মদিন। ১৮ মে শ্রেয়ার ভাই সৌম্যদীপ ঘোষালের জন্মদিন। ৭ বছরের ছোট ভাইকে শুভেচ্ছা জানাতেই এই ভিডিও পোস্ট। এই ভিডিও পোস্টে একটি আবেগন মেসেজেও লিখেছেন শ্রেয়া--- 'মামা হিসাবে প্রথম জন্মদিনে তোমাকে শুভেচ্ছা সৌম্যদীপ ঘোষাল, বিশ্বাস-ই হয় না যে সময় কীভাবে বয়ে যায়। তুমি হচ্ছ আমার প্রথম সেই ছোট্ট বাচ্চাটা- যাঁকে আমি দুহাতে তুলে নিয়েছিলাম, ছোট্ট সেই শিশুটা আমাকে ভালোবাসার মায়ার বাঁধনে বেঁধে নিয়েছিল, আমি তোমার দিদি হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করি এবং এখন তুমি তোমার ছোট্ট ভাগ্নের দেবায়ণের সোনারও খুব পছন্দের এক মানুষ, আমার চারপাশটা তোমরা মিলে আজ পরিপূর্ণ করে তুলেছ। আমার দুটো বাচ্চাই এক মাসে জন্মেছে, শুধু একটা সপ্তাহের ব্যবধান। দেবায়ণের অন্নপ্রাশনের এই ভিডিও আমায় খুব আবেগপ্রবণ করে তোলে। সমস্ত বাধা অতিক্রম করে তুমি  উড়ে এসেছিল ভাগ্নেকে ভাত খাওয়াতে। মামা-ভাগ্নে জোড়ি দুনিয়ার সেরা জোড়ি! হ্যাপি বার্থডে সৌম্যদীপ ঘোষাল' শ্রেয়া ঘোষালের ভাই সৌম্যদীপও মিউজিক নিয়ে কাজ করেন। পাশাপাশি তিনি একজন প্রযুক্তি নিয়ে কাজ করা ব্যক্তি। যিনি মিউজিকের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে থাকেন। ভাই সৌম্যদীপকে বলতে গেলে চোখে হারান শ্রেয়া। ভাই-বোনের এমন ভালোবাসা অটুটু থাকুক-- রইল সেই প্রার্থনা। 

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও
Read more