আমাদের হাতে এসে পৌঁছেছে এই সিরিয়ালের শ্যুটিং-এর বেশকিছু দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে জানবাজারের রাজবাড়িতে অসুস্থ জগদম্বা-কে সুস্থ করতে নিজের আরাধ্য দেবীকে সমানে ডেকে চলেছেন গদাধর।
রানি রাসমণি এখন উত্তরপর্বে। যে পর্ব আবর্ত হয়েছে রানি রাসমণির পরিবারে রামকৃষ্ণের আগমন এবং দক্ষিণেশ্বর মন্দির ও এর সঙ্গে জড়িয়ে থাকা নানা কাহিনি নিয়ে। জি-বাংলার জনপ্রিয় এই সিরিয়াল এখন এক নতুন বাঁকে দাঁড়িয়ে রয়েছে। কারণ, বাংলা টেলিভিশনের পর্দায় গত কয়েক বছরে এক ইতিহাস তৈরি করেছে রানি রাসমণি। সুতরাং, রানি রাসমণির উত্তরপর্ব ঘিরে বাংলা টেলি সিরিয়ালের দর্শকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া হবে তাতে কোনও সন্দেহ নেই। এই মুহূর্তে কোভিডের কড়া বিধি মেনে চলছে রানি রাসমণির উত্তরপর্বের শ্যুটিং। আমাদের হাতে এসে পৌঁছেছে এই সিরিয়ালের শ্যুটিং-এর বেশকিছু দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে জানবাজারের রাজবাড়িতে অসুস্থ জগদম্বা-কে সুস্থ করতে নিজের আরাধ্য দেবীকে সমানে ডেকে চলেছেন গদাধর। জগদম্বা শুধু তার কাছে রানি রাসমণির পরিবারের এক সদস্য এমনটা নয়, জগদম্বাকে তিনি মা বলে সম্বোধন করেন। সেই জগদম্বার শারীরিক অসুস্থতা নিয়ে বেজায় চিন্তায় জানবাজার রাজবাড়ি। মা-জগদম্বাকে তিনি তো সুস্থ করলেন বটে কিন্তু মূর্চ্ছা গেলেন গদাধর। ঠাকুরের এই অবস্থা দেখে আরও এক নতুন শঙ্কা তৈরি হয়েছে রাজবাড়িতে। শ্যুটিং-এর একটি পর্বে দেখা যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ-কে সুস্থ করতে ছোটাছুটি শুরু হয়েছে রাজবাড়িতে। বাকি দৃশ্য এবং কাহিনি জানতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। যেখানে চলছে রানি রাসমণি উত্তরপর্ব। এই সিরিয়ালের আরও কিছু অংশে চোখ রাখতে অবশ্যই ক্লিক করুন বাকি ভিডিও স্টোরিতে। ভালো থাকবেন। ধন্যবাদ।