টলিউড থেকে বলিউড এমন অনেক তারকাই আছেন যাদের সাহসীকতার জন্য নাম জড়িয়েছে বিতর্কে। টলিউডের এমন অনেক সুন্দরী আছেন যারা সাহসী ছবি এবং ভিডিও জন্য নানান সময় সমালোচনার মুখে পড়েছেন। তবে কোনও কিছুর তোয়াক্কা না করেই তাঁরা জীবনের পথে এগিয়ে গিয়েছে।
টলিউড থেকে বলিউড এমন অনেক তারকাই আছেন যাদের সাহসীকতার জন্য নাম জড়িয়েছে বিতর্কে। টলিউডের এমন অনেক সুন্দরী আছেন যারা সাহসী ছবি এবং ভিডিও জন্য নানান সময় সমালোচনার মুখে পড়েছেন। তবে কোনও কিছুর তোয়াক্কা না করেই তাঁরা জীবনের পথে এগিয়ে গিয়েছে। টলিউডের সাহসী অভিনেত্রীদের মধ্যে পাওলি দাম-এর নাম উঠে আসে সবার উপরে। উন্মুক্ত পোশাকে একাধিকবার ঝড় তুলেছেন টলি সুন্দরী পাওলি দাম। ছত্রাক ছবিতে অভিনয়ের জন্য তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। স্বস্তিকা মুখোপাধ্যায়ও টলিউডের এক সাহসী নাম, একাধিক সহসী চরিত্রে অভিনয় করেছেন তিনি। শ্রীলেখা মৈত্রও টলিউডের সাহসী সুন্দরীদের মধ্যে একজন। শ্রীলেখা ব্রা-এর স্ট্র্যাপ দেখিয়ে একটি ভিডিও শেয়ার করেন যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। রাইমা সেনও টলিউডের সাহসী নাম, তাঁকেও একাধিক বার সাহসী ফটোশ্যুট করতে দেখা গিয়েছে। টলিউডের সাহসী অভিনেত্রীদের ঋতাভরী চক্রবর্তীও একজন, তাঁকেও বহুবার উন্মুক্ত পোশাকে দেখা গিয়েছে।