সানি লিওন-এর সৌন্দর্যের তারিফ করে থাকেন সকলেই। তাঁর জাদুতে হামেশাই মজে থাকতে দেখা যায় নেট দুনিয়াকে। নানান মজার ভিডিও থেকে শুরু করে রকমারি ভিডিওতে নজর কাড়েন তিনি।
সানি লিওন-এর Sunny Leone) সৌন্দর্যের তারিফ করে থাকেন সকলেই। তাঁর জাদুতে হামেশাই মজে থাকতে দেখা যায় নেট দুনিয়াকে। নানান মজার ভিডিও (funny video) থেকে শুরু করে আকর্ষণীয় রকমারি ভিডিওতে নজর কাড়েন তিনি। সানি লিওন সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ, তা তাঁর ভিডিও দেখলেই বেস বোঝা যায়। হামেশাই তাঁর নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সানি লিওন। এবার তাঁর সারা শরীরে দেখা গেল চোটের দাগ। মুখে পর্যন্ত চোটের দাগ স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও শেয়ার করেছেন তিনি নিজেই। মুখে এবং পিঠে চোট দেখা যাচ্ছে তাঁর। এই সবটাই তবে তিনি করেছেন শ্যুটিংয়ের জন্য। অভিনয়ের জন্যই তিনি এমনটা করেছেন। এমএক্স প্লেয়ারে আসতে চলেছে 'অনামিকা'। এখানে একেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানি লিওনকে। 'অনামিকা'র জন্যই এমন মেকআপ করেছেন সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে এমনটাই জানিয়েছেন তিনি।