ওয়েব সিরিজের চাহিদা ক্রমেই বাড়ছে দর্শকদের মধ্যে
অগাস্ট মাসেই মুক্তি পাঁচ
হিন্দি ও ইংরেজি মিলিয়ে সেরা পাঁচ সিরিজ
বর্তমানে বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেরও চাহিদা বিস্তর। বিগ বাজেটের ওয়েব সিরিজের দিকে নজর এখন সকলেরই। হলিউড হোক বা বলিউড, পাল্লা দিয়ে একের পর এক ওয়েব সিরিজ প্রকাশ্যে আসছে। স্থানীয় ভাষাতেও ওয়েব সিরিজের দর্শক ক্রমেই বেড়ে চলেছে।
অগাস্ট মাস জুড়ে একের পর এক অনবদ্য ওয়েব সিরিজ মুক্তির পথে। যে ওয়েব সিরিজগুলো দর্শকদের নজর কাড়বে, তার মধ্যে অন্যতম পাঁচটি হল সেক্রেড গেমস ২, মাইন্ড হান্টার, গ্লো, প্রিচার, সাকসেশন। এর মধ্যে সাকসেশন ওয়েব সিরিজটি সেরা ড্রামা সিরিজ হিসেবেও নির্বাচিত হয়েছে।