রাত পোহালেই ভাইফোঁটায় (Bhai phonta) মাতবে বাঙালি। ভাইফোঁটার আগে মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়। দাদা-ভাইদের জন্য মিষ্টি (Sweet) কিনতে ভিড় জমিয়েছেন বোনেরা। দোকানে দেখা গেল রকমারি ফিউশন মিষ্টি। ফল, চকলেট, ফুলের ফ্লেভারে মিষ্টি। এছাড়াও দোকানে দোকানে মিলছে সুগার ফ্রি মিষ্টিও। গতবছর করোনার জেরে সেভাবে ভাইফোঁটা পালন করতে পারেনি কেওই। এ বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আগের মতোই আবারও মজেছে বাঙালি বোনেরা। তাই সকাল থেকে উপচে পড়া ভিড় দেখা গেল হাওড়া (Howrah) উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন মিষ্টির দোকানে। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রসিদ্ধ মিষ্টির সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ফিউশন মিষ্টি। ফল, চকলেট, ফুলের ফ্লেভার দিয়ে তৈরি করা হয়েছে মিষ্টি। এছাড়াও বর্তমানে অধিকাংশ মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে সুগার ফ্রি মিষ্টি। ভাইফোঁটায় এবার ভাইদের পাতে নতুনত্ব মিষ্টি দিতে দোকানে ভিড় বোনেদের।
রাত পোহালেই ভাইফোঁটায় (Bhai phonta) মাতবে বাঙালি। ভাইফোঁটার আগে মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়। দাদা-ভাইদের জন্য মিষ্টি (Sweet) কিনতে ভিড় জমিয়েছেন বোনেরা। দোকানে দেখা গেল রকমারি ফিউশন মিষ্টি। ফল, চকলেট, ফুলের ফ্লেভারে মিষ্টি। এছাড়াও দোকানে দোকানে মিলছে সুগার ফ্রি মিষ্টিও। গতবছর করোনার জেরে সেভাবে ভাইফোঁটা পালন করতে পারেনি কেওই। এ বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আগের মতোই আবারও মজেছে বাঙালি বোনেরা। তাই সকাল থেকে উপচে পড়া ভিড় দেখা গেল হাওড়া (Howrah) উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন মিষ্টির দোকানে। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রসিদ্ধ মিষ্টির সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ফিউশন মিষ্টি। ফল, চকলেট, ফুলের ফ্লেভার দিয়ে তৈরি করা হয়েছে মিষ্টি। এছাড়াও বর্তমানে অধিকাংশ মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে সুগার ফ্রি মিষ্টি। ভাইফোঁটায় এবার ভাইদের পাতে নতুনত্ব মিষ্টি দিতে দোকানে ভিড় বোনেদের।