বড়দিন মানেই চা বা কফির সঙ্গে কেক। কেক ছাড়া যেন একেবারেই অসম্পূর্ণ বড়দিন। বড়দিন আসলেই নানান কেক-এর সম্ভার নিয়ে সেজে ওঠে কলকাতার বেকারিগুলি। ভাবছেন, বড়দিনে কোথা থেকে কেক কিনবেন? এক নজরে তাহলে দেখে নিন কলকাতার কেক-এর সেরা ১০ ঠিকানা।
বড়দিন মানেই চা বা কফির সঙ্গে কেক। কেক ছাড়া যেন একেবারেই অসম্পূর্ণ বড়দিন। বড়দিন আসলেই নানান কেক-এর সম্ভার নিয়ে সেজে ওঠে কলকাতার বেকারিগুলি। ভাবছেন, বড়দিনে কোথা থেকে কেক কিনবেন? এক নজরে তাহলে দেখে নিন কলকাতার কেক-এর সেরা ১০ ঠিকানা। সকলে কম বেশি সারাবছরই মিঁও আমোরের কেক খেয়ে থাকেন। বড়দিনে এখানে থাকছে নানান স্পেশাল কেক। নিউমার্কেট এলাকার অন্যতম বিখ্যাত কেকের দোকান নাহুম। বড়দিন এখানে থাকে বিশেষ কেকের সম্ভার। কলকাতার নামী বেকারি গুলির মধ্যে সালদানা অন্যতম। সালদানার কেক ছাড়া অনেকের কাছেই বড়দিন অসম্পূর্ণ। মনজিনিসের কেকও অনেকেই পছন্দ করেন। এবার বড়দিনে এখান থেকেও নিতে পারেন কেক। শহরের একাধিক জায়গায় রয়েছে কেকস-এর শাখা। এখানকার কেকের স্বাদও মুখে লেগে থাকার মতো। মধ্যকলকাতার একটি পুরনো বেকারি বড়ুয়া বেকারি। সারা বছর কেক না মিললেও বড়দিনে এখানে মেলে রকমারি কেক। দ্য ফ্রেঞ্চ লুফ-এ রয়েছে রকমারি কেক। নানান স্বাদের কেক পেতে হলে একবার যেতেই পারেন দ্য ফ্রেঞ্চ লুফ-এ। ক্যাথলিনে সারাবছরই রকমারি কেক পাওয়া যায়। বড়দিনে এখান থেকে কেক নিতেই পারেন। শেক্সপিয়র সরণি ওপর অবস্থিত কুকি জার। এখানকার কেক-এর স্বাদও এক কথায় অনবদ্য। জাস্ট বেকড শহরের অতিপরিচিত একটি নাম। বড়দিনের আগে এখানে মিলছে রকমারি কেক। তবে এর মধ্যে নাহুম, সালদানা এবং বড়ুয়া বেকারির কোনও শাখা নেই। তবে এই ১০ বেকারি ছাড়াও কলকাতায় রয়েছে অজস্র বেকারি। সেখানেও অসাধারণ সব কেক পাওয়া যায়। তাহলে আর অপেক্ষা কীসের। বড়দিনে এবার তাহলে ঘরে আনুন পছন্দসই কেক আর দেখতে থাকুন এশিয়ানেট নিউজ বাংলা।