Winter food: শীতে নিজেকে গরম রাখতে খাদ্য তালিকায় রাখুন এই ৫ খাবার

হাড় কাঁপানো শীতে নাজেহাল দশা মানুষের। শীতকালে ঠান্ডায় অনেকেই কষ্ট পান। শীতে শরীরের গড় উষ্ণতা বজায় রাখার জন্য রয়েছে বেশ কিছু খাবার। অনেকেই গুড় খান উষ্ণতা বজায় রাখতে। শীতে প্রচুর পরিমাণ জল খাওয়া প্রয়োজন, যা শরীরের গড় উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে। 

হাড় কাঁপানো শীতে নাজেহাল দশা মানুষের। শীতকালে ঠান্ডায় অনেকেই কষ্ট পান। শীতে ঠান্ডায় অনেকেরই খেতেও ইচ্ছা করেনা। এই শীত কালেই বেশ কিছু খাবার রয়েছে যা খেলে শরীরের গড় উষ্ণতা বজায় রাখতে সাহায্য করবে। তিল এবং খেজুর গুড় খেলে শরীর গরম থাকে বলে। শীতে শরীরের গড় উষ্ণতা বজায় রাখার জন্য রয়েছে বেশ কিছু খাবার। অনেকেই গুড় খান উষ্ণতা বজায় রাখতে। শীতে প্রচুর পরিমাণ জল খাওয়া প্রয়োজন, যা শরীরের গড় উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে। মিষ্টি আলু বা রাঙা আলু পরিপাক হয় কিছুটা ধীর গতিতে। এই ধরনের খাবার তাই শরীরকে উষ্ণতা রাখতে সাহায্য করে। আদা হজমে তো সাহায্য করেই এছাড়াও এর রয়েছে অনেক গুণ। শীতে আদা চা খেতে পারেন। পাঁঠার মাংস খেতে পারেন। এতে প্রচুর আয়রন থাকে এবং এই মাংস শরীরের উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে। শীতের সকালে খেতে পারেন ওটস। ওটসও শরীরের উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে।

03:34Durga Puja Special Food: পুজোর ভুড়িভোজ জমে উঠুক গঙ্গায় ভাসমান রেস্তোরাঁ পোলো ফ্লোটেলে01:19Mango: নিয়মিত আম খেলে দূর হবে ত্বকের এই চার সমস্যা, জেনে নিন আম ত্বকের জন্য কতটা উপকারী01:46কলা শক্তির পাওয়ার হাউস, প্রতিদিন কলা খান আর দূর করুন এই ৫ শারীরিক সমস্যা01:09Walnut Health Benefits: আখরোট খেলে মিলবে দুর্দান্ত উপকার, ব্রেন কাজ করবে কম্পিউটারের চেয়েও দ্রুত01:29Summer Food: খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি খাবার, গরমে পেট থাকবে ঠান্ডা, মুক্তি মিলবে একাধিক কঠিন রোগ থেকে01:37আপনি কি পাতিলেবুর এই ৭ টি উপকারিতা সম্পর্কে জানেন, জেনে নিন সেগুলো কি কি01:31হজমের সমস্যা থেকে মুক্তি পেতে ডিটক্স পানীয় পান করুন, পরিপাকতন্ত্র সুস্থ থাকবে01:26Watermelon : গরমের সময় অনেকেই তরমুজ খায়, জানুন এর আশ্চর্যজনক উপকারের কথা02:40দিনভর পার্টি আর হুল্লোড়ের পর কাটছেনা হ্যাংওভার, সাতটি জিনিস ব্যবহারে সতেজ হবেন দ্রুত01:26আদা সংরক্ষণ করতে মেনে চলুন এই বিশেষ পদ্ধতি, এতে দীর্ঘদিন টাটকা থাকবে আদা