এখনও কাটেনি করোনার প্রকোপ। আর তারই মাঝে হাজির আরও এক উৎসব। এখন বড়দিনে মেতে উঠেছে গোটা দেশ। বড়দিন আসতে আর মাত্র কটা দিনের অপেক্ষা। তার আগেই কেকের সম্ভার নিয়ে হাজির নাহুম। কলকাতার বিখ্যাত বেকারির মধ্যে অন্যতম এই বেকারি। নিউমার্কেটের নাহুমে এখন ভিড় জমছে ক্রেতাদের। দীর্ঘদিন ধরেই বড়দিনে মানুষের প্রিয় রসদটি জুগিয়ে আসছে এই নাহুম। রকমারি কেকে নজর কাড়ছে এখন এই বেকারি।