নলেনগুড়ের ১৩ পার্বন, থাকছে পাটিসাপটা থেকে শুরু করে নানান রকমারি পিঠে

বাঙালির শীতকাল মানেই পিঠে পুলি। আগে শীতে গুড় আর পিঠের গন্ধে ম ম করত সকলের বাড়ি। এখন সময় বদলেছে, অধিকাংশর বাড়িতেই এখন পিঠে হয়না। ভোজন রসিক বাঙালির তবে শীতকাল পিঠে ছাড়া চলে না।
 

বাঙালির শীতকাল মানেই পিঠে পুলি। আগে শীতে গুড় আর পিঠের গন্ধে ম ম করত সকলের বাড়ি। পৌষ সংক্রান্তিতে সকলের বাড়িতেই তৈরি হত রকমারি পিঠে। এখন তবে সময় বদলেছে, অধিকাংশর বাড়িতেই এখন পিঠে হয়না। ভোজন রসিক বাঙালির তবে শীতকাল পিঠে ছাড়া চলে না। এখন তাই রেডিমেড পিঠে পুলিতেই ভরসা সকলের। শুক্রবার ছিল পৌষ সংক্রান্তি, এদিন পিঠের চাহিদা ছিল তুঙ্গে। শীতে পিঠে পুলি খেতে এদিন দোকানেই ভিড় জমান বাঙালিরা। সাধ্যের মধ্যেই মিলছে এখন এইসব মিষ্টি। হাওড়ার এক মিষ্টির দোকানে মিলছে এই রকমারি পিঠে। বিক্রেতা অভিজিৎ দাস জানাচ্ছেন, গত কয়েক বছরে বেড়েছে এই রেডিমেড পিঠের চাহিদা। এখনকার মানুষের হাতে বেশি সময় নেই, মানুষ ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছে। ব্যস্ত জীবনে সময় বাঁচাতেই ক্রমশ পিঠেপুলির জন্য তারা দোকানমুখী হচ্ছে।
 

03:34Durga Puja Special Food: পুজোর ভুড়িভোজ জমে উঠুক গঙ্গায় ভাসমান রেস্তোরাঁ পোলো ফ্লোটেলে01:19Mango: নিয়মিত আম খেলে দূর হবে ত্বকের এই চার সমস্যা, জেনে নিন আম ত্বকের জন্য কতটা উপকারী01:46কলা শক্তির পাওয়ার হাউস, প্রতিদিন কলা খান আর দূর করুন এই ৫ শারীরিক সমস্যা01:09Walnut Health Benefits: আখরোট খেলে মিলবে দুর্দান্ত উপকার, ব্রেন কাজ করবে কম্পিউটারের চেয়েও দ্রুত01:29Summer Food: খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি খাবার, গরমে পেট থাকবে ঠান্ডা, মুক্তি মিলবে একাধিক কঠিন রোগ থেকে01:37আপনি কি পাতিলেবুর এই ৭ টি উপকারিতা সম্পর্কে জানেন, জেনে নিন সেগুলো কি কি01:31হজমের সমস্যা থেকে মুক্তি পেতে ডিটক্স পানীয় পান করুন, পরিপাকতন্ত্র সুস্থ থাকবে01:26Watermelon : গরমের সময় অনেকেই তরমুজ খায়, জানুন এর আশ্চর্যজনক উপকারের কথা02:40দিনভর পার্টি আর হুল্লোড়ের পর কাটছেনা হ্যাংওভার, সাতটি জিনিস ব্যবহারে সতেজ হবেন দ্রুত01:26আদা সংরক্ষণ করতে মেনে চলুন এই বিশেষ পদ্ধতি, এতে দীর্ঘদিন টাটকা থাকবে আদা