ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ। তাই নিয়ে আপামর ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রাত জাগতে প্রস্তুত গোটা বিশ্ব। এক নজরে দেখে নেওয়া যাক আজ কার কার ম্যাচ রয়েছে। ইউরোয় গ্রুপ লিগের লড়াইয়ে আজ মাঠে নামছে স্কটল্যান্ড বনাম চেক রিপাবলিক, পোল্যান্ড বনাম শ্লোভাকিয়া এবং স্পেন বনাম সুইডেন। আজকের একটি ম্যাচ হবে অ্যামস্টারডম স্টেডিয়ামে। অন্য দুটির মধ্যে একটি হ্যাম্পডেন পার্কে এবং অন্যটি ক্রেসটোভস্কাই স্টেডিয়ামে। তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে অবশ্যই ফুটবলপ্রেমীদের নজর থাকবে স্পেন আর সুইডেন-এর খেলায়। ইউরো কাপের আগে থেকেই ভালো ছন্দে রয়েছে সুইডেন। তবে স্পেনও লড়াই করতে প্রস্তুত। এখনও অবধি মোট ১৪ বারের সাক্ষাৎকারে স্পেন জিতেছে ৬ বার, ৫টি ড্র ও সুউডেন জিতেছে ৩ বার। হাড্ডাহাড্ডি এই ম্যাচে ফুটবল বিশেষজ্ঞরা কিছুটা এগিয়ে রাখছে স্পেনকেই। তবে শেষ হাসি কোন দল হাসে, সেদিকেই সকলের নজর থাকবে।