রিয়েল কাশ্মীর ফুটবল দলে বাংলার ছেলে। সহকারী কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। নদিয়ার গয়েশপুরের বাসিন্দা সুমন দত্ত। আগামি ৩০ তারিখ থেকে তিনি কাজ শুরু করতে চলেছেন। আই লিগ ও আইএফএ লিগের দায়িত্বে দায়িত্বে থাকছেন তিনি। প্রসঙ্গত, গত মরসুমে রিয়েল কাশ্মীর দলের হয়ে খেলে ছিলেন সুমন বাবু। আর তখন থেকেই কোচ ডেভিড রবার্টসনের সংস্পর্শে আসেন তিনি। এবছর আই লীগ ও আইএফএ লিগে রিয়েল কাশ্মীরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই নদিয়াবাসী। তাঁর এই কাজে গর্বিত তাঁর পরিবার পরিজন।