কলকাতা ডার্বি বরবারই জন্ম দিয়েছে নতুন তারকার। ২০২১-২২ মরসুমে আইএসএল-এর হাত ধরেআরও এক তারকার জন্ম। ২১ বছরের কিয়ান নাসিরি। কিয়ান প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা জামশিদ নাসিরি-র ছেলে। হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন কিয়ান।
কলকাতা ডার্বি বরবারই জন্ম দিয়েছে নতুন তারকার। ২০২১-২২ মরসুমে আইএসএলের ফিরতি ডার্বিও দেখল আরও এক তারকার জন্ম। ২১ বছরের কিয়ান নাসিরি। যিনি প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা জামশিদ নাসিরির ছেলে। শনিবার এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্য়াচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন কিয়ান। এটিই ছিল তার ডার্বি অভিষেক। কিয়ান মাঠে নামার সময় এটিকে মোহনবাগান পিছিয়ে ১-০ গোলে। কিন্তু যখন মাঠ ছেড়েছেন তখন শুধু দলকে জয় এনে দেওয়া নয়, নিজেও হ্যাটট্রিক করে নাম লিখিয়ে ফেলেছেন ইতিহাসের পাতায়। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে ইন্ডিয়ান সুপার লিগে হ্যাট্রিক ছাড়াও প্রথমবার কলকাতা ডার্বিতে খেলতে নেমেই হ্যাটট্রিক কখনও দেখেনি ভারতীয় ফুটবল। একইসঙ্গে ডার্বিতে হ্যাটট্রিক করে বাইচুং ভুটিয়া ও এডে চিডিদের সঙ্গে একই আসনে জায়গা করে নিয়েছেন কিয়ান নাসিরি। ডার্বিতে হ্যাটট্রিকের অভিজ্ঞতা, রাতাতারিত তারকা হয়ে ওঠে, আদর্শ ফুটবলার থেকে আগামি লক্ষ্য সবকিছু নিয়েই এটিতে মোহমবাগানের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা জবাব দিলেনত কিয়ান নাসিরি।